• সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা

টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যে বর্ণাঢ‍্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার সময় জেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দুগ্ধ খামারীরা অংশ নেয়।

র‍্যালি পরবর্তীতে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী।

ভেটেরিনারি সার্জন সাকিবুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, বজলুর রহমান, প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ শেখ মোঃ মশিউর রহমান।

এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category