• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

টিভিতে দেখা যাবে ইউটিউব শর্টস

আইটি ডেস্ক
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
ইউটিউব শর্টস
টিভিতে দেখা যাবে ইউটিউব শর্টস

টিকটকের মত ইউটিউবের শর্টস এখন মানুষের লিভিং রুমে পৌঁছে গেল। পোট্রেট সাইজের এসব ভিডিও এখন থেকে টিভিতে চলবে। এর জন্য বিশেষ একটি প্লেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ এই প্লেয়ারটি পোট্রেট সাইজের ভিডিওগুলির দু পাশে নষ্ট হওয়া স্থানকে কাজে লাগিয়েছে।

যদিও এতকিছুর পরও মনে হবে টিভির দুই পাশে যথেষ্ট স্থান নষ্ট হয়েছে কেননা এগুলো মূলত মোবাইলে দেখার উপযুক্ত ভিডিও। অবশ্য যাদের স্যামসাং-এর রোটেটিং টিভি রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। নতুন এই প্লেয়ারটি সাধারণ ভিউয়ের থেকে একটু বিশেষভাবেই উপস্থাপন করেছে ভিডিওগুলিকে।

সংবাদমাধ্যম এনগেজেট জানায়, আগামী কয়েক সপ্তাহের ভেতরেই ফিচারটি বাজারে আসবে। ফিচারটি ২০১৯ সাল বা তার পরবর্তী সময়ে তৈরি হওয়া স্মার্ট টিভিগুলোতে কাজ করবে। এছাড়াও লিভিং রুম মিডিয়া ডিভাইসগুলো এবং নতুন গেম কনসোলে কাজ করবে। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, এটি পুরনো ডিভাইসগুলোতেও কাজ করবে তবে এর কম্প্যাটিবিলিটি নিশ্চিত নয়।

এদিকে এনগেজেট জানায়, ইউটিউব টিভিতে ভিডিও চালু করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে কেননা টিকটকের টিভি অ্যাপ গত বছর নভেম্বরে চলে এসেছে। শর্টসের দর্শক অনেক বেড়েছে এখন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category