• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেহেরপুর সমাজসেবার সেই সহকারি পরিচালক ফজলে রাব্বি বদলি দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুর বাঘায় ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগম (৩৩) কে আটক করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী ভোররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসী আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি আনোয়ার হোসেন অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়।

এসময় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয় এবং বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এসময় আনোয়ার হোসেনের অপরাধ কর্মকাণ্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নেয় সেনা সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছে। আটক আনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে সেনা ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।এলাকাবাসীর অভিযোগ, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত।

অর্থের চুক্তিতেও সে হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে। বিভিন্ন অপরাধের ঘটনায় দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category