আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকাল থেকে প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মুজিবনগর উপজেলার মোনাখালি , নওদাপাড়া, বিশ্বনাথপুর, শিবপুর, রশিকপু, বাগোয়ান বাজার , কেদারগন্জ বাজার , ভবানীপুর , রামনগর, গোপালনগর, গুপিনাথপুর ,গৌরিনগর, পুরন্তপুর, খাঁনপুর, দারিয়াপুর , বিধ্যাধরপুর,সদর উপজেলার চকশ্যামনগর, বন্দর ও বামনপাড়ায় গণসংযোগ করা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্বদেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খালেদুজ্জামান খাঁন ডালিম।
এসময় হুমায়ূন কবির বাবু, সাজেদুর রহমান সাজু, মিরাজুল ইসলাম, সেলিম রেজা, শেরেফুল ইসলাম, রকিবুল ইসলাম বাবু, নয়ন আহামেদ, মিঠু, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু, আব্বাস উদ্দিন, শেখ কায়সার হামিদ বুলবুল,ইকবাল হোসেন, আসাব উদ্দিন, মতিয়ার, বকুল আহামেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থক, শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।