• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে হবে: মীর আয়ুব হোসেন

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে হবে: মীর আয়ুব হোসেন
সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে হবে: মীর আয়ুব হোসেন

আমরা যদি সাধারণ মানুষের আস্থা অর্জন না করতে পারি তাহলে আমার দেশ পরিচালনা আসতে পারবো না। এবারের নির্বাচন হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন।

আজ রবিবার দুপুরে দৌলতপুর গার্লস কলেজ অডিটোরিয়াম হলরুমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা তাঁতী দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন মাস্টারের সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম খান(রবি), কুষ্টিয়া পৌরশাখার আহ্বায়ক মবিরুল ইসলাম, সদস্য আফিরুল ইসলাম, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সহ সভাপতি কুদরত-ই রাব্বু এবং দৌলতপুর উপজেলার তাঁতি দলের দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান (হাশেম)।

পরিচিতি সভায় সহযোগিতায় ছিলেন দৌলতপুর উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, সহ-সভাপতি আমজাদ খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মতিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন।

সভায় প্রধান অতিথি মীর আয়ুব হোসেন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, আমাদের দেশের ৬০ পারসেন্ট মানুষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। বাকী ৪০ পারসেন্ট কোন রাজনৈতিক দলের না। বাংলাদেশ তাঁতী দল মুল দলের চেয়ে কোন অংশে কম না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category