• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:

সাংবাদিকদের পেটানো মামলায় বিএমডিএর দুই কর্মচারীর জামিন নামঞ্জুর

বিবর্তন ডেস্ক:
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
সাংবাদিকদের ওপর হামলার মামলায় বিএমডিএর দুই কর্মচারীর জামিন নামঞ্জুর
সাংবাদিকদের ওপর হামলার মামলায় বিএমডিএর দুই কর্মচারীর জামিন নামঞ্জুর

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে আসামিদের পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিন না দিতে প্রার্থনা করেন কোর্টের সাব ইন্সপেক্টর শিখা।

শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দুপুর দেড়টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ঘটনার ১৩ দিন পর জড়িতদের মধ্যে মামলার ২ নম্বর আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডার রক্ষক জীবন (২২) ও নির্বাহী পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুস সবুরকে (৪৭) গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। পরে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আসামিদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাদের থানা থেকে সকালেই কোর্টে চালান দেওয়া হয়।

উল্লেখ্য; গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। ওই দিনই হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বুলবুল হাবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category