সরকারী কর্মচারীদের নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে আপিল করা হবে। আজ রাতে মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাটি বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মেহেরপুরে এসে পৌঁছান।
তিনি আরো বলেন, সরকারী কর্মচারীদের অহেতুক হয়রানি করা যাবেনা আইনটি অনেক পুরোনো। এ আইনটি বিচারক, ম্যাজিস্ট্রেট সরকারী কর্মচারীদের জন্য আগে থেকেই রয়েছে। বংলাদেশে ভারতসহ অন্যান্য দেশেও কাছাকাছি একই রকম আইন আছে। সরকারী কর্মকর্তা কর্মচারীর কোন দূর্ণীত থাকলে এ আইনের সাথে সম্পৃক্ত নয়। এ ধারাটি যে বাতিলের রায় হয়েছে সে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর বিচার বিশ্লষেণ করে দেখা হবে।