• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

ভোটার-প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা

বিবর্তন বাংলা ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
ভোটার-প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা
ভোটার-প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটার-প্রতি ১০ টাকা করে ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে একজন প্রার্থীর মোট ব্যয় ২৫ লাখ টাকার বেশি হবে না।

নির্বাচন কমিশন থেকে বুধবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইসি সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনটি বুধবার জারি করা হলেও বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ইসির ওয়েবসাইটে তা আপলোড করা হয়েছে।

এতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর সংশ্লিষ্ট অনুচ্ছেদের বিধান উল্লেখ করে বলা হয়, ‘মনোনয়নদানকারী রাজনৈতিক দল থেকে গ্রহণ করা খরচসহ কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না।

ভোটার-প্রতি নির্বাচনি ব্যয় নির্ধারিত হওয়ার বিধান উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ‘নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটার-প্রতি নির্বাচনি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছে। সে অনুযায়ী নির্বাচনি এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না’, বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category