• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

সভাপতি রাজিব, সম্পাদক মানিক

মুজিবনগর প্রতিনিধি
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

মেহেরপুরের মুজিবনগর উপজেলা কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকালে মুজিবনগর কমপ্লেক্স অডিটোরিয়ামে সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন (এমপি)।

সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কুঠি শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম ইসলাম (বাদশা), মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।

প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ (লিখন)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু।

অনুষ্ঠানের ২য় পর্বে জাহিদ হাসান রাজিবকে সভাপতি শাহিনুজ্জামান মানিককে সাধারন সম্পাদক আস্কার আলীকে সহ-সভাপতি ও আরোজ আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ৭১ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা কৃষকলীগের কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category