• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

শিশুদেরকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করলেন: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
শিশুকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করলেন: ফরহাদ হোসেন
শিশুকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করলেন: ফরহাদ হোসেন

প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষ মেলায় আসার আহ্বান জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তাই বাংলাদেশকে নিরাপদ বাসযোগ্য গড়ে তোলার জন্য প্রতিটি শিশুকে গাছ লাগানো প্রতি উদ্বুদ্ধ করতে হবে। অবসর সময়ে প্রতিটি শিশুকে অভিভাবকদের বৃক্ষ মেলায় নিয়ে এসে নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। যাতে শিশুরা গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ হয়। আর এ কাজে সহযোগীতা করতে হবে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে।
আজ শনিবার বেলা ১২ টার দিকে মেহরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জি.এম মোহাম্মদ কবীর, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
মেলায় ৪০ টি স্টলে বনজ, ফলদসহ নানা ধরনের গাছের পসরা সাজিয়ে বসেছেন নার্সারী মালিকরা। এ সময় মন্ত্রী প্রতিটি স্টল ঘুরে দেখেন।
এর আগে “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান। শোভযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category