মেহেরপুর হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় সমিতির কার্যলয়ে সাধারণ সভা ও আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে মোঃ মামলত হোসেনকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি নুর ইসলাম, যুগ্ম সম্পাদক জুলফিকার আলি, কোষাধক্ষ সুকুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোছাঃ পিপুলী খাতুন, কার্যনির্বাহী সদস্য শ্রী প্রশান্ত কুমার, মোঃ মাহাবুল।
মেহেরপুর হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ মামলত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে, মেহেরপুর হকার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা রফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা মোঃ আক্কাস আলী, মেহের আমজাদ, সদর উপজেলা সমাজসেবার দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে পূর্বের কমিটি ভেঙ্গে তিন বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।