মেহেরপুর সরকারী মহিলা কলেজে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছিল এ উৎসব। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন দুই দিনব্যাপী এ মেলার সমাপনী ঘোষনা করেন। মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন উদোক্তারা পিঠা উৎসবে স্টল দিয়ে হরেক রকম পিঠার আয়োজন করেন। কলেজ অধ্যক্ষ আবদু্ল্লাহ আল আমিন বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও স্টল দাতা শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে তাদের তৈরী পিঠা দিয়ে আপ্যায়ন করেন। অনুষ্ঠানে কলেজের বিচারক প্যানেলের বিচারের ভিত্তিতে কলেজ অধ্যক্ষ বিভিন্ন স্টলের মধ্যে সেরা স্টল দাতাদের তাদের পিঠার মান, মেহেরপুরের ঐতিহ্য ও স্বাদের উপর নির্ভর করে বিজয়ী ঘোষনা করেন ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন, প্রভাষক নাসির উদ্দীন ও শিক্ষক পরিষদের সহসম্পাদক ইকরামুল হাসানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।