• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:

মেহেরপুর সরকারী মহিলা কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
মেহেরপুর সরকারী মহিলা কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
মেহেরপুর সরকারী মহিলা কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মেহেরপুর সরকারী মহিলা কলেজে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহাঃ আব্দুল্লাহ আল আমিন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাসিরউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মিরাজ উদ্দিন, ড. মোহাম্মদ সারোয়ার হোসেন, রূপালী বিশ্বাস, নাসির উদ্দীন।
কলেজ কতৃক আয়োজিত চারদিন ব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানমালার সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়। আজ শেষ দিনে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, লোকগান, দেশগান, কবিতা আবৃত্তি, নৃত্য, হামদ নাতসহ বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন বলেন, আত্মার পরিশুদ্ধি ও পরিপুষ্টির জন্য আমাদের সাহিত্য ও সংস্কৃতিলগ্ন হতে হবে। হতাশ প্রজন্মকে সজীব স্বপ্রাণ, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত এবং আত্মশক্তিতে বলীয়ান করে তোলার জন্য সংস্কৃতিচর্চার বিকল্প নেই। বাঙালি সংস্কৃতিমান জাতি, এ জাতির রয়েছে সুমহান সাংস্কৃতিক ঐতিহ্য। যুগে যুগে অশুভ শক্তিকে আমরা পরাস্ত করেছি সংস্কৃতির দুর্মর শক্তি দিয়ে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category