মেহেরপুর সরকারী মহিলা কলেজে শিক্ষার্থীদের মনোসামাজিক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী, মনোসামাজিক সমস্যা চিহ্নিতকরণ করণের প্রদানের লক্ষেই এ কেন্দ্র স্থাপন করা হয়।
বুধবার (৫ জুন) দুপুরে কলেজে সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজি আশরাফুল আলম।
শিক্ষার্থীদের বিভিন্ন শারীরিক ও মানসিক বিষয়ে যে সমস্ত কথা অকপটে বাবা মা বা অন্য কারো কাছে সহজে বলতে পারেনা সে সমস্ত বিষয়ে প্রতিষ্ঠানের একজন শিক্ষককে যাতে বলতে পারে এবং সে বিষয়ে পরার্মশ পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ব্রাকের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠানের ইংরেজী বিভাগের প্রভাষক রেকসোনা আক্তার মেয়েদের সাপোর্ট সিস্টেম সহায়তাকারী আপা হিসেবে কলেজের মেয়েদের বিভিন্ন মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিষয়ে যে কোন সমস্যা চিহ্নিত করবেন। কিন্তু তার যথাযথ প্রক্রিয়ায় যদি সমাধান করা সম্ভব না হয় তবে সঠিক পদ্ধতিতে রেফার করার ব্যবস্থা করবেন। এর আগে সহায়তাকারী আপা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে প্রচারণার মাধ্যমে সচেতন করা হয়। এ সময় সেখানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।