মেহেরপুর জেলা সমাজসেবার বহুল আলোচিত সহকারি পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি অবশেষে পাবনায় বদলি। তার বিরুদ্ধে বির্বতন বাংলা ও বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে বদলি করা হয়েছে। গত ৩০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ.বি.এম. সাদিকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ে একই পদে বদলি করা হয়।
সহকারি পরিচালক হলেও দীর্ঘ প্রায় ৫ বছরে ৩ বার একই জায়গায় ভারপ্রাপ্ত উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন। কোন উপপরিচালক আসলে তার কারণে ৪ থেকে ৫ মাসের বেশি সময় টিকতে পারেননি। শুরু থেকেই নিজের আধিপত্য বিস্তার করে তিনি দূর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরকে। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালীদের সাথে সক্ষতা গড়ে যেমন করেছেন একক রাজত্ব, তেমনি একের পর এক অনিয়ম আর দুর্নীতি করে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমান অর্থ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও তার অনুসারীদের নানা অনৈতিক সুবিধা দিয়ে দুর্নীতি আর অনিয়মকে নিয়মে পরিণত করেছিলেন। এসকল অভিযোগ নিয়ে বির্বতন বাংলাসহ একাধিক গণমাধ্যমে প্রকল্পের অর্থ লুটপাটের হোতা ফজলে রাব্বি বহাল তবিয়তে, মেহেরপুর শিশু পরিবারের ভবন সংস্কার কাজে দুর্নীতি, সমাজসেবার শিশু সুরক্ষা ভাতা থেকে সুবিধাবঞ্চিত হচ্ছে প্রকৃত শিশুরা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের কারণে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে শাস্তিমূলকভাবে পাবনা জেলা সমাজসেবায় বদলি করা হয়।