মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সারাদেশ বিভিন্ন শোরুমে স্বর্ণ ও মোবাইল চোর সিন্ডিকেটের তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৫২ টি মোবাইল সেট।
আটকরা হচ্ছে- চোর সিন্ডিকেটের সেকেন্ড ইন কমান্ড চট্টগ্রামের পটিয়া থানার মহিরা গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে ইমন ওরফে লিটন(৩৩), লোহাগাড়া থানার উকিল পাড়ার মৃত সোলাইমানের ছেলে আব্দুল্লাহ আল মারুফ ওরফে জিল্লু( ৩৪) ও সাকিব(২৪)। এদের বিরুদ্ধে মেহেরপুর শহরের এসআর টেলিকমের চুরির ঘটনায় মামলাসহ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবি ওসি সাইফুল ইসলাম জানান, গেল ৮ জুলাই ভোরে মেহেরপুর শহরের এস আর টেলিকমে চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙ্গে শোরুমের ভিতরের প্রবেশ করে নামিদামি ব্রান্ডের দুই শতাধিক মোবাইল চুরি করে। ঐদিন রাতেই শোরুমের স্বত্বাধিকারী সাইদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মেহেরপুর সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। দোকানের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠে নামে ডিবি পুলিশ। প্রযুক্তি ব্যবহার করে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়। চোরদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৫২ টি মোবাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাদের স্বীকারোক্তি তে চিহ্নিত করা হয় এই চক্রের আরো ৯ সদস্যকে। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২টি করে মামলা রয়েছে। অন্যান্য আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে বলেও জানালেন ডিবির ওসি সাইফুল ইসলাম।