মেহেরপুর জেলা ছাত্রদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
কমিটিতে মোঃ আকিব জাভেদ (সেনজির) কে সভাপতি ও সাজেদুর রহমান (বিপ্লব) কে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি তৌফিক এলাহী (শাকিল), নাহিদ মাহবুব সানি, মোঃ নাজমুল হক শান্তি, মোঃ জুয়েল রানা, রেজওয়ানুল হক ইমন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম (রাজন), যুগ্ম-সম্পাদক আমির হাসান (হিমেল), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (সাঈদ), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হাসান, রাসেল আহাম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ লিজন আলী, প্রচার সম্পাদক মোঃ রাব্বী হোসেন।
আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে অনুমোদিত কমিটিকে।