মেহেরপুর পৌরসভার উদ্যোগে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গড়পুকুরের চারিদিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।
এসময় তিনি বলেন, আমরা একটি সুন্দর পৌরসভা উপহার দিতে চাই। গড়পুকুরটি বেশ কিছুদিন অযত্নে অবহেলায় পড়ে ছিল। আমার দায়িত্ব গ্রহণের পর এটিই একমাত্র কাজ যেটি আমাকে নির্মল আনন্দ দিলো। এই জায়গাটি ফুলে ফুলে ভরে দিতে চাই। এখানে শিশুদের কলকাকলিতে মুখরিত হবে। পাখির কিচিরমিচরে মুখরিত থাকবে চারপাশ। পৌরবাসী যেন নির্মল পরিবেশে সময় কাটাতে পারে সেজন্যই এই প্রচেষ্টা।
তিনি মেহেরপুর পৌরসভার রাস্তার পাশে ও নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার করনের লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জিএম ওবায়দুল্লাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।