• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সিএনজি চবালক ও বাস শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিএনজি চালকরা এক বাস চালককে মারধর করে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় বাস চলাচল।

এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে পৌঁছুতে তাদের একমাত্র ভরসা অটোরিক্সা, ভ্যান। জরুরি কাজ ও চিকিৎসার জন্য অনেকেই কুষ্টিয়া যেতে পারছেন না। আবার অটোরিক্সা যেতে চাইলেও সময় লাগছে বেশি। ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

বাস চালক খোকন আলী জানান, সকালে কয়েকটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ে। বিশেষ করে কুষ্টিয়ার মধ্যে খলিশাকুন্ডি পার হলে বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছে সিএনজি চালকরা। নিরাপত্তা না থাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। রুট পারমিট ছাড়াও সিএনজি চালকরা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে।

অথচ বাস চলাচল করতে পারছে না। এখন উভয় জেলার প্রশাসনের বিষয়। সড়কে নিরাপত্তা পেলেই বাস চলাচল শুরু হবে। তারা বাস মালিকদের সাথে বসে সমাধান করতে পারলেই সমাধান হবে।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বিষয়টি কুর্ষ্টিয়া প্রশাসনের ব্যাপার। তারা কি করছে বিষয়টি আমাদের জানা নেয়। তবে কুষ্টিয়া প্রশাসন ও বাস মালিকরা বসে বিষয়টি সমাধান করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category