মেহেরপুরে ০৫ গ্রামের হেরোইনসহ জহিরুল ইসলাম(৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৫ই আগস্ট) বিকেলে শহরের পন্ডের ঘাট এলাকা থেকে সদর থানা পুলিশের একটি টীম তাকে আটক করে।
আটককৃত জহিরুল ইসলাম সদর উপজেলার রাজাপুর গ্রামের দবির আলী ছেলে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দীন আহমেদ জানান, শহরের পন্ডের ঘাট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৫ গ্রাম হেরোইনসহ জহিরুল ইসলামকে আটক করে।
আটককৃত জহিরুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক) মামলার রুজুকরা হয়েছে। যার মামলা নং-২৩, তাং-১৫/০৮/২০২২ইং।