দেশবরণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা দুই বারের সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা খালেদুজ্জামান খাঁন ডালিমের উদ্দ্যোগে তার নিজ কার্যলয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.খ.ম ইমতিয়াজ জুয়েল, সদস্য মিরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খোকন, থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাবেক যুবলীগ নেতা সাইদুর রহমান, সুজা উদ্দিন খোকন,হরিরামপুর যুব উন্নয়ন সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নয়ন আহামেদ, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু, শেখ কায়সার হামিদ বুলবুল, রাকিবুল ইসলাম, ইকবাল হোসেন, বকুল আহামেদ, রকিবুল ইসলাম বাবু সাবেক যুবলীগ নেতা,আব্বাস উদ্দিন, মিনহাজুল ইসলাম, জিয়াউর রহমান সহ সমর্থক, শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকলের ভালোবাসায় সিক্ততায় এগিয়ে থাকুক সবসময়। মেহেরপুরের সীমানা ছাড়িয়ে বাংলার এই স্বর্ণ সন্তান প্রফেসর আবদুল মান্নান জন্মবার্ষিকী ঐতিহাসিক হয়ে উঠুক উপস্থিত সকলেই এমন কামনা করেন।