শহীদদের স্মরণে মেহেরপুরে শহীদি মার্চ কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের শহীদ ডঃ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
ইমতিয়াজ, তানজিমুল, সিহাব, শীতলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা।
এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকৎসার দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। দেশবিরোধী ষড়ন্ত্রন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচী থেকে।