মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, রিফাত জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান প্রমূখ।