• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেহেরপুর সমাজসেবার সেই সহকারি পরিচালক ফজলে রাব্বি বদলি দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুর বাঘায় ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
মেহেরপুরে বিএনপি'র লিফলেট বিতরণ ও পথসভা
মেহেরপুরে বিএনপি'র লিফলেট বিতরণ ও পথসভা

মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে লিফলেট বিতরণ ও পথসভা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে গোভীপুরের বিভিন্ন এলাকায় ৩১ দফা বাস্তবায়নে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। লিফলেট বিতরণ পরবর্তীতে ভিটেপাড়া মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সু-নিপূন পর্যবেক্ষণের মাধ্যমে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি দিয়েছেন তারেক রহমান। ১৪-১৫ অনেক কষ্ট বুকে ধারণ করে জিয়াউর রহমানের আদর্শকে এখনও বুকে জীবিত রেখেছে।

আজ থেকে ২৪ বছর আগে মেহেরপুরের ওয়ার্কাস পার্টি নামে খ্যাত মাসুদ অরুন বিএনপিতে যোগদান করে মান্নান ভূইয়ার হাত ধরে। তিনি যখন বিএনপিতে যোগদান করেন আমরা তখন রাগ করিনি, কারো সমালোচনা করিনি। আমরা তাদেরকে আলিঙ্গণ করে নিয়েছি। তাহলে আমাদের প্রশ্ন একটাই আজকে কেন এত বিরোধ কথা, কেন এত বৈষম্য। আপনি ২৫ বছর সভাপতি ছিলেন। ২৫ বছর সভাপতি কিভাবে থাকা যায়। তাহলে কোথায় গণতন্ত্র ছিলো, কোথায় সহঅধিকার ছিলো। যারা দলের সাথে গাদ্দারি করেছে, বেঈমানী করেছে, দলের দুঃসময়ে যারা দল থেকে বের হয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে ঝেড়ে ফেলে একটি স্বচ্ছ বিএনপি তৈরী করতে দল সিদ্ধান্ত নিয়েছে।

গণসংযোগ ও পথসভায় সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেননেন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান হাফি, এম এ কে খাইরুল বাশার, সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, বিএনপির অন্যতম নেতা আব্দুল লতিফ, আকসেদ আলী, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাহিদ মাহাবুব সানিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category