মেহেরপুরে অনুর্দ্ধ ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটার বাছায় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৬ অক্টোর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে বাছায় কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কোচ কাজী ইমদাদুল হক বাশার।
এ সময় জেলার তিন উপজেলার ৬০ জন ক্রিকেটার অংশ নেয়। প্রথমে তাদের কাগজপত্র জমা নেওয়া হয়। পরে নিবন্ধনের আওতায় আনা হয়। দিনব্যাপী স্কিল টেস্টের মাধ্যমে জেলা থেকে বয়স ভিত্তিকভাবে ১৪ জন করে ক্রিকেটার বাছায় করা হবে।
মেহেরপুর জেলা ক্রিকেট দলের কোচ হাসানুজ্জামান হিলন বলেন, জেলার তিন উপজেলায় কয়েক দিন ধরে প্রচার কার্যক্রম শুরু হয়। আজ অ্যাজ লেবেলের ক্রিকেটাররা স্টেডিয়ামে এসেছে। বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা ও মেডিকেল করার পর তাদের মধ্যে থেকে বিভিন্ন বয়সের ১৪ জন করে ক্রিকেটার বাছায় করা হবে। পরে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা হবে।