মেহেরপুরে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ মফিজুল ইসলাম ও আলমগীর হোসেন নামের ২ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার তেরোঘোরিয়া বিলের কাছ থেকে মফিজুল ইসলাম ও আলমগীর হোসেনকে আটক করে।
আটককৃত মফিজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রায়পুর মধ্যপাড়া এলাকার বদরুদ্দিনের ছেলে এবং আলমগীর হোসেন একই এলাকার আলহামদু শেখের ছেলে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই জুম্মান, এএসআই মাসুদ রানা সহ-সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালায়, হরিরামপুর বিলের কাছ থেকে মফিজুল ইসলাম ও আলমগীর হোসেন কে আটক করেন তারা।
এই সময় মফিজুল ইসলাম ও আলমগীর হোসেনের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উভয়ের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।