মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে পচা ও গন্ধযুক্ত মাংসসহ কসাই শুকুর আলীকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) কম দামে গরুর মাংস বিক্রি মাইকিং করে পৌরসভার মাংস বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুকুর আলী নামে এক কসাই কে আটক করেন।
এসময় তার কাছ থেকে ৫ কেজি পচা ও গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৪ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরন করেন।
অভিযানে সহযোগীতা করেন এস আই সনজিব বিশ্বাস, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তারিকুলইসলাম, মোঃমনিরুল ইসলাম, আদালতের নাজির ও পেশকারসহ বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম শরিয়তউল্লাহ নিশ্চিত করেছেন।