মেহেরপুরে এস আর টেলিকম নামের একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের দুই শতাধিক মোবাইল চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। রবিবার সকাল ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে শহরের মহিলা কলেজ মোড়ে বাদল-ফেন্সী মার্কেটে অবস্থিত এস আর টেলিকমে সকাল ৭টার দিকে সংঘবদ্ধ একটি চোরের দল দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই শতাধিক মোবাইল নিয়ে চলে গেছে। তারা যাওয়ার সময় অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায়।
এস আর টেলিকমের স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন তার কর্মচারীদের সাথে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয়। পরে পাশের একটি শাটারের তালা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল শূন্য র্যাক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
দোকানের সামনে রাখা সিসিটিভি ফুটেছে দেখা গেছে ৬-৭ জনের একদল সংঘবদ্ধ চোর কালো মাস্ক পরে দোকানের শাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করে সিসি টিভি অন্যদিকে ঘুরিয়ে রাখে। পরে দোকানের সমস্ত মোবাইল নিয়ে বের হয়ে যায়। এবং অন্য একটি তালা লাগিয়ে দেয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এস আর টেলিকমের স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন জানান, প্রায় ৪০ লাখ টাকার ২ শতাধিক মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।