নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে মেহেরপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খান।
এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।