মেহেরপুরের তিন উপজেলায় পরিষ্কার পরিছন্নতায় মাঠে নেমেছে ছাত্রশিবির। সবকিছুতেই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসার মুর্হুতে পরিষ্কার পরিছন্নতায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আমাদের পরিবেশ আমাদেরকেই রাখতে হবে সুরক্ষিত।
এর অংশ হিসেবে শুক্রবার (৯ আগষ্ট) সকালে মুজিবনগর উপজেলা শহরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজার থেকেই শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা ও সেক্রেটারি রাসেল মোহাম্মদের নেতৃত্বে এমন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও গাংনী উপজেলা ও মেহেরপুর ছাত্রশিবির নেতৃবৃন্দ একই কার্যক্রম বাস্তবায়ন করে।