মেহেরপুর সরকারি হাইস্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীন লাইফ ক্রিকেট টুর্নামেন্ট।
টুর্নামেন্ট উপলক্ষ্যে ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে উৎসব মুখের পরিবেশে ট্রফি উন্মোচন করা হয়।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোম। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু আক্তার করন, লিটন। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা অনু, ইয়ারুল ও ইমন।
এসময় টুর্নামেন্টে অংশ নেওয়া জেলার ১৬ দল অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২৪ তারিখ থেকে হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।