মেহেরপুরে কৃষি মেলার উদ্বোধন
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টার সময় মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
মেলায় আটটি স্টল অংশগ্রহণ করছে। স্টল গুলোতে কৃষকের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ প্রদর্শন করা হচ্ছে।