মেহেরপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে শহীদ ডঃ সামসুজ্জোহা পার্কে এ গণসমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য ইমরান হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, ছাত্র জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার করতে হবে। দূর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সংখ্যানুতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি আশরাফ শাহজাহান, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি লিয়াকত খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।