‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অপরদিকে গাংনী ও মুজিবনগরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্বল্প পরিসরে আর্ন্তজাতিক শিক্ষক দিবস পালন করেছে।