মেহেরপুরে চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক নারী।
বুধবার সকাল দশটার দিকে শহরের বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসের সামনে ঝাঁপ দেয় ওই নারী। চালক দ্রুত বাসটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়।
ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বাস স্ট্যান্ড এলাকায় গেল কয়েকদিন ধরে এই নারীকে ঘুরে বেড়াতে দেখেছি।
আজকে সকালে কয়েকবার বাসের নিচে ঝাপ দেয়ার চেষ্টা করে সে। বাস স্ট্যান্ডের লোকজন তাকে সরিয়ে দেয়। এরপরে কাজের ব্যস্ততায় লোকজনের চোখ এড়িয়ে বাসের সামনে ঝাঁপ দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, অজ্ঞাত ওই নারী মধ্যবয়ষ্কা। মানসিক ভারসাম্যহীন ছিল বলে ধারণা করছি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।