মেহেরপুরে ফেনসিডিলসহ হাদিচা খাতুন (৪০) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে শালিকা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থানার দক্ষিণ শালিকা গ্রামে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এসময় এসআই অরুপ কুমার বসুর নেতৃত্বে পুলিশের একটি দল হাদিচা খাতুনের কাছে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
হাদিচা খাতুন ঐ গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন পালিয়ে যায়।
মেহেরপুর থানার মামলা সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।