মেহেরপুরের দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র ও বিভিন্ন দল থেকে ১৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মেহেরপুর-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলম রসুল, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। এছাড়াও আরিফুল ইসলাম লিটন, ন্যাশনাল পিপল পার্টি এবং আব্দুল হামিদ জাতীয় পার্টি জাপা।
মেহেরপুর ২ গাংনী আসনে বর্তমান সংসদ সদস্য সহ ১১ জন মেহেরপুর ২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা নির্বাচন অফিস থেকেতারা হলেন বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, আওয়ামী লীগের সাবেক স্বতন্ত্র সংষদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর আলম বাদশা, নুরুল ইসলাম।
এছাড়াও তৃণমুল বিএনপি থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য আঃ গণি, বাংলাদেশ ওয়ার্কাস পাটির নুর আহম্মেদ বকুল, জাকের পার্টির সামসুজ্জোহা। এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরকে।