সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন সালেহ আহমদ তাকরিম। ১৫৩ জন কুরআনের হাফেজকে টপকে লাল-সবুজের পতাকার জন্য আরেকটি গৌরব বয়ে আনলেন এই খুদে হাফেজ।
আহমদ তাকরিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সমাজের নানা পেশাজীবীর মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি আহমদ তাকরিমের একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’
হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী। বুধবার রাতে বিমানবন্দরে তাকরিমকে মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাকরিমের বাবা মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুর রহমান জানান, ছোটবেলা থেকে পড়াশোনায় মনোযোগী ছিল তাকরিম। দেশবাসী, আমার ছেলের জন্য দোয়া করবেন।