জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মুজিবনগর থানা, মুজিবনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কৃষক লীগ। শ্রদ্ধা নিবেদনের পর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বক্তারা শেখ কামালের জীবনী তুলে ধরেন কৃষ অফিসার আনিসুজ্জামান, অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের গাছের চারা প্রদান করা হয়।