রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাতে সাধারণ ও পাট চাষীদের কাছে লিফলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯জুলাই) বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উদ্যোগে দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগরে নিজ হাতে লিফলেট বিতরণ করেন এবং রেটিং পদ্ধতিতে পাট জাগ দেবার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি , ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ স্থানীয় কৃষক গন উপস্থিত ছিলেন।