• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:

মুজিবনগরে মাদক ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
মুজিবনগরে মাদক ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক
মুজিবনগরে মাদক ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল, ইনজেকশন ও মাছসহ চার চোরাকারবারীকে আটক করেছে বিজিবি’র একটি দল।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিস অ্যাকুরিয়াম মাছ, ৫ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটককৃত হলো- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁ এর ছেলে মানিক (২০), মৃত নূর বকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।

দুপুরে আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় সোপর্দ করে বিজিবি। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category