• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

মুজিবনগরে বাগান মালিককে কুপিয়ে জখম

মুজিবনগর প্রতিনিধি
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২

লিচু বাগানের ভিতর দিয়ে টলি নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় জিয়াউর রহমান মোল্লা নামের বাগান মালিককে কুপিয়ে জখম করেছে শিবপুর গ্রামের মুজিবর রহমান ও তার লাঠিয়াল বাহিনী।

আহত জিয়াউর রহমান মোল্লা ভবানীপুর গ্রামের আহসান আলী মোল্লার ছেলে।

বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলা মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের লিচু বাগান মালিক জিয়াউর রহমান মোল্লার নিজস্ব কাঁচামাল ব্যবসা প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত জিয়াউর রহমানের বড় ভাই হালিম মোল্লা জানান, প্রতিদিনের ন্যায় আজকেও আমার ভাই তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সে ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ করে আচমকা শিবপুর গ্রামের রহমত আলীর ছেলে ও একই গ্রামের হালিম ও ফয়সাল সঙ্গীয় লাঠিয়াল বাহিনি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে তার কাছ থেকে ২৫ হাজার ১০০ টাকা ছিনতায় করে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাই জিয়াউর রহমান পড়ে আছে আমরা ও স্থানীয়দের সহযোগিতায় মুজিবনগর মজিবর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। আমরা হামলা কারিদের বিরুদ্ধে মামলা করবো বলে জানান তিনি।

এ বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category