মেহেরপুরের মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিলসহ সোহাগ আলী (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার সকালে এসআই (নিঃ) আব্দুল রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সোহাগ সোনাপুর মাঝপাড়া এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলুর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার রামনগর এলাকায় একজন ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সোহাগ আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।