মানসম্মত, রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে মেহেরপুরের মুজিবনগরে ফুড রিভার নামের একটি রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের মোল্লা মার্কেটে এই রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়। রেষ্টুরেন্টের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফুড রিভারের স্বত্বাধিকারী তরুন আহমেদ উপস্থিত থেকে রেষ্টুরেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ভালো, রুচিশীল, মানসম্মত, বিশুদ্ধ খাবার পরিবেশনে থাকবে বদ্ধপরিকর। স্বল্প মূল্যে অত্যন্ত মনোরম পরিবেশে মানসম্মত ও সুস্বাদু খাবার পাওয়া যাবে আমাদের রেস্টুরেন্টে।
মেহেরপুরের মানুষের সাধ্যের মধ্যে রুচিসম্মত উন্নত মানের পরিবেশনে আমরা সব সময় সৃজনশীল থাকবো। রেষ্টুরেন্টের ঐতিহ্য ধরে রাখতে সকলের সহযোগীতা কামনা করেন রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।