• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

মুজিবনগরে জামায়াতের ১০ নারী কর্মী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
মুজিবনগরে জামায়াতের ১০ নারী কর্মী আটক
মুজিবনগরে জামায়াতের ১০ নারী কর্মী আটক

নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে নাজিরাকোনা গ্রামের জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে। আটককৃত সকলেই জামায়াতের নারী কর্মী।

আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের ইলিয়াছ হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০), একই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৬০), আঙ্গুর আলীর স্ত্রী ছানোয়ারা খাতুন (৩৫), জুলফিকার আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারূল ইসলাম স্ত্রী রোকসোনা খাতুন (৩১), হযরত আলীর স্ত্রী শেফালি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১০ নারী কর্মীরা বিভিন্ন প্রকার জিহাদী বইসহ আটক করা হয়। তাদের নামে নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category