“সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্যে গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে মুজিবনগরের অফিস চত্বরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা।
এসময় বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস. এম. রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবর্তী, সহসভাপতি আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ানের নেতৃত্বে র্যালিটি সিডিপি’র- গুডনেইবারস অফিস প্রাঙ্গনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।