মুজিবনগরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।