মেহেরপুরের মুজিবনগরে জনতা ব্যাংকের ৯২৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন এই শাখার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও আব্দুল জব্বার, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা প্রমুখ।