মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসবের আয়োজন করা হয়।
মুজিবনগরে উপজেলা সাহিত্যমেলা ও কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের যে আসল জায়গা যেটি আমাদের মন, যেটি আমাদের সবকিছুর চালিকা শক্তি, সেই জায়গা থেকে নিজেকে আরও বিকশিত করার, আরও শক্তিশালী করার এবং আরও উন্নত মানুষ হিসেবে নিজেদেরকে তৈরী করার যে জায়গা সেটি হচ্ছে সাহিত্য মেলার সাহিত্য চর্চার জায়গা।
জেলা প্রসাশক শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজিবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের প্রফেসর বিশিষ্ট সাহিত্যিক আল-আমিন ধুমকেতু, উপজেলা বিশিষ্ট কবি আনোয়ারুল আইয়ুব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।