কুষ্টিয়ার মিরপুরে রেল লাইনের সেতু পার হবার সময় ট্রেনের ধাক্কায় নাঈম ও ঋতু নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে মিরপুর স্টেশন সংলগ্ন রেল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত নাঈম মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে। সে মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে নিহত ঋতু মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল শাহের মেয়ে। সে মিরপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান। ওই দুই শিক্ষার্থী নদীর উপরের রেলসেতু পার হয়ে মিরপুর তহ বাজারের রাজু মাস্টারের কোচিং সেন্টারে আসছিলো। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা ট্রেনটি তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী বলেন, বিকালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।